শিক্ষা

HS Result – উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কসিট কবে পাবে পড়ুয়ারা? সংসদের ঘোষণা সম্পর্কে জানুন।

পড়ুয়াদের জীবনের বড় দুটি বোর্ড পরীক্ষা ফেব্রুয়ারি মাসেই হয়ে গিয়েছে (Madhyamik HS Exam). এবার এই দুটি পরীক্ষার ফল প্রকাশের (HS Result) অপেক্ষায় পড়ুয়ারা। আর অপেক্ষা করতে হবে না। অপেক্ষার দিন শেষ কারন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের তারিখ ঘোষনা হয়ে গিয়েছে। যেই সব উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা অধির আগ্রহে অপেক্ষা করছে রেজাল্টের তাদের অপেক্ষার অবসান হবে আর কিছুদিন পর (West Bengal Council For Higher Secondary Education).

WBCHSE HS Result 2024 Publish On 8Th May 2024.

পরীক্ষা শেষের 69 দিনের মাথায় ফল প্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের (HS Result 2024). মে মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকেই হবে ফলপ্রকাশ। WBCHSC বা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তা জানানো হয়েছে। রেজাল্ট প্রকাশ হলেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল জানতে পারবে তারা। আর সকল পড়ুয়াদের সকল প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে এবারে।

When HS Result 2024 Publish?

গত বছর 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ পেয়েছিল 24শে মে। তবে এই বছর ফল প্রকাশের তারিখ আরো এগিয়ে আনা হল। মাধ্যমিক ফল প্রকাশের কয়েক দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে 8ই মে। আর এত তাড়াতাড়ি বিগত কোন বছরই এই রেজাল্ট প্রকাশিত হয়নি বলেই মনে করছেন অনেকে।

Madhyamik Result (মাধ্যমিক রেজাল্ট ২০২৪)

How To Check HS Result 2024 Online?

1) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.wbchse.wb.gov.in খুলতে হবে।
2) হোমপেজে ‘WBCHSE Class 12 Result’ শিরোনামের লিঙ্কটিতে ক্লিক করুন।
3) এরপরে নিজের এডমিট কার্ডে থাকা রোল নম্বর ও DOB অর্থাৎ জন্ম তারিখ লিখে Enter এ ক্লিক করতে হবে।
4) তারপরেই 2024 সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (HS Result) চলে আসবে সামনে।
5) এবার আপনার ফলাফল ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি হার্ড কপি সঙ্গে রাখতে ভুলবেন না

এপ্রিল মাসের বেতন পাবেন তো 26000 বাতিল শিক্ষক? সিদ্ধান্ত জানালো রাজ্য সরকার।

Which Date You Will Get HS Marksheet?

অনলাইনে যে রেজাল্ট (HS Result) পাওয়া যায় তা অস্থায়ি নথি। অনলাইনে ঘোষনার পরে স্কুল থেকে উচ্চমাধ্যমিকের মার্কসিট ও সার্টিফিকেট নিতে হবে। সাধারণত রেজাল্ট প্রকাশের 15 দিন পরই মার্কসিট ও সার্টিফিকেট পড়ুয়াদের হাতে দেওয়া হয়। ঠিক কত তারিখে দেওয়া হবে মার্কসিট তা এখনো জানায়নি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
Written by Ananya Chakraborty.

মাধ্যমিক ও HS পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন? অনলাইন পদ্ধতি দেখে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *