সোনার দাম

Gold Price – সোনার দামে পরিবর্তনের জন্য খুশি পাত্রপাত্রী সহ বাবা মায়েরা। পশ্চিমবঙ্গে নতুন দাম কত?

সোনার দাম বা Gold Price নিয়ে এই মরশুমে সকলের মনে নানান প্রকারের জিজ্ঞাসা রয়েছে। বিশেষ করে বিয়ের মরশুম চলছে, পরেছে বাংলার অগ্রহায়ণ মাস। এই মাসে পর পর বিয়ের দিন রয়েছে। আর এই বিয়ের কেনাকাটা করার জন্য শাড়ির দোকান সহ গয়নার দোকান সব জায়গায় ভিড়। এরপরে পৌষ মাস পার হলেই মাঘ, ফাল্গুন এই দুই মাসেও অনেক বিয়ের তারিখ আছে। আর তাই কেনাকাটাও জোরতার চলবে দোকানে দোকানে।

Gold Price Today.

তবে হিন্দুমতে বিয়েতে সব জিনিসের আগে সোনার গহনা কেনাটাই প্রয়োজন কারন এটি ছাড়া বিয়ে প্রায় হয়না বললেই চলে। হালকা, ভারী সব ধরনের গহনা কেনার জন্য দোকানে ভিড় হয়। তবে প্রতিদিন সোনার রুপোর দাম (Gold Price) ওঠানামা করার কারনে এবং সোনার দাম বাড়ার কারনে মুশকিলের সম্মুখীন হচ্ছে সাধারন মানুষ। আর তাই কবে সোনার দাম কমে সেই জন্যে সোনার দামের উপর আগ্রহ সবারই থাকে।

চলুন জেনে নিন আজকের সোনা রুপোর দাম কেমন থাকবে। আজকের সোমবার 27 শে নভেম্বর সোনার দাম (Gold Price) 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 62290 টাকা আর 1 গ্রামের দাম 6229 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 62450 টাকা আর 1 গ্রামের দাম 6245 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 57100 টাকা আর 1 গ্রামের দাম 5710 টাকা।

New Govt Scheme (নতুন সরকারি প্রকল্প)

আজকের রুপোর দাম (Silver Price) 1 কেজি রুপোর বাটের দাম 74550 টাকা। 1 কেজি খুচরা রুপোর দাম 74650 টাকা। গতকাল রবিবার 26 শে নভেম্বর সোনার দাম (Gold Price) 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 62100 টাকা আর 1 গ্রামের দাম 6210 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 62450 টাকা আর 1 গ্রামের দাম 6245 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 59350 টাকা আর 1 গ্রামের দাম 5935 টাকা।

গতকালের রুপোর দাম (SILVER PRICE) 1 কেজি রুপোর বাটের দাম 74550 টাকা। 1 কেজি খুচরা রুপোর দাম 74640 টাকা। গতকাল ও আজকে সোনার রুপোর দামের মধ্যে কোন পার্থক্য নেই। গতকাল সোনার দাম (Gold Price) বেড়েছিল 250 টাকা। আর আজকে সেই দামই আছে। তবে যারা ভাবছেন আজ বিয়ের কেনাকাটা করবেন তারা করতে পারেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *