ট্রেন্ডিং

LPG Biometric KYC – রান্নার গ্যাস ও আধার লিংক এবার মোবাইল থেকেই। লাইনে না দাঁড়িয়ে এই কাজ করুন।

LPG Biometric KYC বা রান্নার গ্যাসে সঙ্গে আধার কার্ডের লিংক নিয়ে এক নতুন আপডেট জানতে পাওয়া গেল। আমরা সবাই জানি এখন দেশজুড়ে LPG সিলিন্ডার এর সাথে বায়োমেট্রিক আপডেট করতে হচ্ছে। তা নিয়ে রীতিমত হৈচৈ পরে গিয়েছে দেশজুড়ে। এই কাজ করার শেষ তারিখ ছিল 31 শে ডিসেম্বর কিন্তু অনেকে এতো কম সময়ের মধ্যে এই কাজ সারতে পারেনি তার জন্যে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে 31 শে মার্চ 2024 পর্যন্ত।

My LPG Biometric KYC Update In Your Home.

এছাড়াও আরও ভালো আপডেট সামনে এসেছে এবার থেকে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে বায়োমেট্রিক (LPG Biometric KYC) আপডেট করতে হবে না ফোনের মাধ্যমেই বাড়িতে বসে কাজটি সারতে পারবেন। এখন প্রাথমিক ভিত্তিতে উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) আওতায় গ্যাস ব্যবহারকারীদের সিলিন্ডার প্রতি ভর্তুকি (LPG Gas Subsidy) পেতে বাধ্যতামূলক করা হয়েছে এই বায়োমেট্রিক আপডেট (LPG Biometric KYC).

যারা সাধারন গ্যাস ব্যবহার করেন তাদের ধীরে ধীরে গ্যাস ডেলিভারি ম্যানদের দিয়ে পাঠানো যন্ত্রের মাধ্যমেই ধাপে ধাপে এই বায়োমেট্রিক আপডেট (LPG Biometric KYC) প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বাড়িতে বসে ফোনের মাধ্যমে বায়োমেট্রিক আপডেট প্রক্রিয়া করতে গেলে প্রথমে Google Play Store থেকে Indian Oil One এবং Aadhaar Face RD APP ডাউনলোড করেতে হবে। এর পরে ধাপে ধাপে কাজ সারতে হবে।

LPG Gas Subsidy (রান্নার গ্যাসে ভর্তুকি)

ফোনের মাধ্যমে কিভাবে বায়োমেট্রিক আপডেট করবেন

  • Indane Oil One অ্যাপে সাইনইন করুন এবং একটি একাউন্ট তৈরি করুন।
  • অ্যাপের ওপরে মেনু অপশনে যান এবং সেখানে My Profile এ প্রেস করুন।
  • এরপর পরবর্তী পেজে Re KYC অপশনে (LPG Biometric KYC) ক্লিক করুন। Term & Condition এর চেকবক্স ক্লিক করুন।
  • তারপর Aadhaar Face RD অ্যাপের মাধ্যমে মোবাইলের সামনে সেলফি তোলার মতোন করে চোখ বন্ধ করে খুলে স্ক্যান করে নিলে যে ছবি উঠবে তা ইন্ডেন গ্যাসের অফিশিয়াল পোর্টালে আপডেট হয়ে যাবে। এছারা এই app এর মধ্যে বায়োমেট্রিক আপডেটের জন্যে আধার তথ্য এবং গ্যাসের নথি সংক্রান্ত তথ্য পূরণ করুন।

 বাড়ি ভাড়া দেওয়ার নিয়ম বদল করলো রাজ্য সরকার। 1লা জানুয়ারি থেকে কার্যকর!!

আবার আপনি নিশ্চই জানতে চাইবেন যে আপনার বায়োমেট্রিক আপডেট হয়েছে কিনা? তা জানার জন্য ইন্ডিয়ান অয়েল ওয়ান App এর My Profile স্টেটাস অপশণে যান। সেখানে গেলেই বুঝতে পারবেন আপডেট হয়েছে কিনা। আপাতত কেবল Indane Oil Gas Company মোবাইলের মাধ্যমে এই আপডেট (LPG Biometric KYC) প্রক্রিয়া চালু করেছে। তবে খুব শিগগিরই অন্যান্য খনিজ তেল কোম্পানি গুলোও এই পদ্ধতি অবলম্বন করবে।
Written by Ananya Chakraborty.

বছরের শুরুতেই নতুন চমক! আবারও দাম কমতে চলেছে রান্নার গ্যাসের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *