DA Hike – সরকারি কর্মীদের জন্য দারুণ খুশির খবর। বকেয়া DA পাওয়া এখন সময়ের অপেক্ষা।
সরকারি কর্মীদের জন্যে DA Hike বা বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে সুখবর। পরের মাসেই কপাল খুলতে চলেছে সরকারি কর্মীদের। আপনি যদি কেন্দ্রীয় সরকারের চাকরি করে থাকেন তাহলে আপনার ও 31শে জানুয়ারী থেকে ভাগ্য বদলাতে পারে। গত বছরই কেন্দ্র সরকার (Central Government Employees) তাদের কর্মীদের 4 শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে। তার পর থেকে তাদের মহার্ঘ ভাতার (DA Hike) পরিমান দাঁড়িয়েছে 42 শতাংশ থেকে 46 শতাংশতে।
DA Hike News For Government Employees.
তবে খবর পাওয়া যাচ্ছে এবছর 2024 সালে কেন্দ্র তাদের কর্মীদের জন্যে দারুন খবর দিতে চলেছে। এমনিতেই এর আগে গত বছর মহার্ঘ ভাতা (DA Hike) বাড়ানোর সাথে সাথে 2024 সালেও মহার্ঘ ভাতা বাড়তে পারে বলে খবর পাওয়া গিয়েছিল। কারন কেন্দ্র বছরে 2 বার মহার্ঘ ভাতা বাড়ায়। আর এই বছর যদি মহার্ঘ ভাতা বারে তাহলে 50 শতাংশ পার হয়ে যাবে।
2023 সালে 1লা জুলাই থেকে মহার্ঘ ভাতা 46 শতাংশ সংশোধিত হয়েছে। এরপরে 2024 এর জানুয়ারিতে আবার মহার্ঘ ভাতা সংশোধীত হবে। এই সংশোধনটি এখন পর্যন্ত সবচেয়ে বড় সংশোধন হতে পারে। এই বছর মহার্ঘ ভাতা 4 শতাংশ বাড়তে (DA Hike News) পারে বলে মনে করা হচ্ছে। আগামী 31শে জানুয়ারীর মধ্যে তা 50 শতাংশে পৌছে যাবে বলে মনে করছেন অনেকে।
2024 সালে এই প্রথম মহার্ঘ ভাতা (DA Hike) বাড়ান হবে। তবে মার্চ মাসে এই ইনক্রিমেন্ট সংক্রান্ত সরকারি ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। ওই সময়ে মূল্যস্ফীতির পরিসংখ্যান বিবেচনায় নিয়ে ভাতার সমন্বয় করা হবে। এই বৃদ্ধি শুধুমাত্র সরকারি অনুমোদনের ভিত্তিতে কর্মচারীদের জন্য কার্যকর। সাধারণত, সরকার এটি কার্যকর হওয়ার আগে দুই মাসের ব্যবধানে মহার্ঘ ভাতা বৃদ্ধির (DA Hike) অনুমোদন দেয়।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employees) মহার্ঘ ভাতা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) দ্বারা নির্ধারিত হয়। অর এটি বছরে দুবার মূল্যায়ন করা হয়। মূল্যায়ন করা হয় জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত তারপরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় মূল্যায়ন করা হয়। বর্তমানে নভেম্বর মাসের জন্য AICPI সূচক সংখ্যা 0.7 পয়েন্ট বেড়ে 139.1 পযেন্টে পৌছেচে।
DA ক্যালকুলেটোর অনুসারে সূচকের ভিত্তিতে মহার্ঘ ভাতা এখন 49.68 শতাংশ। যেহেতু দশমিক অঙ্কটি 0.05 শতাংশ বেশি, তাই এটি 50 শতাংশ পর্যন্ত বাড়বে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার 2023 সালের জানুয়ারি থেকে শুরু করে 2023 সালের মার্চ মাসে গত বছরের মার্চ মাসে DA 4 শতাংশ বাড়িয়েছে। এর ফলে ভাতা (DA Hike) 38 শতাংশ থেকে বাড়িয়ে 42 শতাংশ করা হয়েছে।
পেনশন গ্রাহকদের জন্য বড় সিদ্ধান্ত সরকারের। ফেব্রুয়ারি থেকেই কার্যকর।
যার ফলে প্রায় 47 লক্ষ সরকারি কর্মচারী (Government Employee Benefits) এবং 68 লক্ষ পেনশনভোগী (Pensioneers) উপকৃত হয়েছেন। এই বছর মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষনা হতে পারে 1লা ফেব্রুয়ারির বাজেট (Union Budget 2024) পেশ এর দিন বলে অনুমান করছেন অনেকে। এখন দেখাই যাক 1লা ফেব্রুয়ারি কি হয়। কিন্তু এই DA Hike নিয়ে সকলেই খুবই আনন্দিত বলে মনে হচ্ছে।
Written by Ananya Chakraborty.