Dearness Allowance: সরকারি কর্মীদের DA বৃদ্ধি! দীর্ঘ আন্দোলনের ফল পাওয়া গেল
মূলত দীর্ঘদিন ধরেই বাংলার রাজ্য সরকারি কর্মীদের Dearness Allowance মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court of India). রাজ্য সরকারি কর্মচারীরা বিগত বেশ কিছু সময় ধরে তাদের বকেয়া ডিএ মেটানোর দাবি জানিয়েছিলেন। এমনকি এই দাবিতে তারা আন্দোলনের পথেও হেঁটেছিলেন। কেন্দ্র ও রাজ্য ডিএ ফারাক দূর করা এবং কেন্দ্রীয় হারে ডিএ আদায়ের দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি করে যাচ্ছিলেন রাজ্যের সরকারি কর্মজীবীরা।
Dearness Allowance Hike News.
এই দিকে লোকসভা নির্বাচনের অনেক আগেই কেন্দ্রীয় সরকার প্রায় ৪ শতাংশ Dearness Allowance বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অর্থাৎ আগে যেখানে কর্মীরা ৪৬ শতাংশ ডিএ পেত কর্মীরা সেখানে বর্তমানে ৫০ শতাংশ ডিএ পাচ্ছেন তাঁরা। ফলত পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যের কর্মীরা দীর্ঘদিন ধরে বকেয়া এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার দাবিতে বিক্ষোভ দেখিয়ে আসছে।
সরকারি কর্মীদের DA বৃদ্ধি!
তাদের সুদীর্ঘ আন্দোলনের পর লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে কিছুটা বৃদ্ধি করা হয়েছিল। তবে, এবার সরকারী কর্মীদের কপাল খুলতে চলেছে। অবশেষে রাজ্য সরকার হার মেনেছে কর্মীদের কাছে (Dearness Allowance). সম্প্রতি সরকারের তরফ থেকেই একটি প্রস্তাবনা পেশ করা হয়েছে এবং সেই নির্দেশিকার ভিত্তিতে বোঝা যাচ্ছে অবসর প্রাপ্ত এবং বর্তমানে কর্মরত কর্মীরা শীঘ্রই লাভবান হবেন।
DA বাড়ার ফলে একধাক্কায় বেতন বৃদ্ধি!
সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) হারে বকেয়া Dearness Allowance এবং বেতন ঢুকবে তাঁদের পকেটে। একেবারে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত সময়কালের বকেয়া ঢুকবে কর্মীদের পকেটে। রাজ্য সরকারের এই প্রস্তাবে এবার বর্তমানে কর্মরত কর্মচারী ছাড়াও প্রায় ১৫০০ জন অবসর প্রাপ্ত কর্মী লাভবান হবেন। তবে সেই বকেয়ার ওপরে কোনও বাড়তি সুদ দেওয়া হবে না।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের পক্ষে কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়
তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, এই সুবিধা পশ্চিমবঙ্গের সরকারী কর্মীদের জন্য নয়। এই সুবিধা মিলতে চলেছে মহারাষ্ট্রের সরকারী কর্মীদের জন্য। গত ২৯ জুলাই এই Dearness Allowance সংক্রান্ত প্রস্তাব পেশ করেছিল মহারাষ্ট্র সরকার। এই সরকারের অধীনে থাকা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের কর্মীরা পাঁচ বছরের বকেয়া ডিএ এবং বেতন পেতে চলেছেন। রাজ্য সরকারের এই ঘোষণায় অত্যন্ত খুশি হয়েছেন মহারাষ্ট্রের রাজ্য সরকারি কর্মীরা।
Written by Sampriti Bose.