Govt Rules – বছরের শুরুতেই 7টি গুরুত্বপূর্ণ নিয়ম বদল। সরকারের বড় ঘোষণা। এমনটা কেউ ভাবতেও পারেনি।
Govt Rules বা সরকারি নিয়মে পরিবর্তন হয়েছে গতকাল থেকেই। 2023 কে বিদায় দিয়ে 2024 কে স্বাগত জানিয়েছি আমরা। আর এই নতুন বছরের শুরু হতেই বদলে গেছে একগুচ্ছ নিয়ম। নতুন বছরকে স্বাগত জানাতে যতই ব্যস্ত থাকুন না কেনো কিছু বিষয় মাথায় রাখতেই হবে। নাহলে সমস্যায় পড়তে হবে। নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে বড় 7 টি নিয়মে পরিবর্তন আসতে চলেছে দেশবাসীর জীবনে। কোন কোন নিয়মে পরিবর্তন অস্যে চলেছে তার আগাম ওয়াকিবহাল থাকাটা জরুরী।
Govt Rules Change In January 2024.
আধার কার্ড নিয়ে নিয়ম
1লা জানুয়ারি 2024 সাল থেকে আধার কার্ড (UIDAI Aadhaar Card) তৈরির নিয়ম বদলে গেল। আগের মত বায়োমেট্রিক আপডেট এবং পর্যাপ্ত নথিপত্র জমা দিয়ে আর আধার কার্ড তৈরি করতে হবে না (Govt Rules) নতুন আধার কার্ড তৈরির জন্য আধার সেবা কেন্দ্রে (Aadhaar Seva Kendra) গিয়ে আবেদন করতে হবে। আর আবেদন করার পর 180 দিন সময় লাগবে নতুন কার্ড হাতে পেতে। কেন্দ্র সরকার আধার কার্ড পাওয়ার নিয়ম পরিবর্তন করে অনেকটা পাসপোটের নিয়মের মত করে দিয়েছে।
এর ফলে 18 বছর হলে নতুন আধার কার্ড এর জন্যে আবেদন জানালে ম্যাজিস্ট্রেট পর্যায়ের ভেরিফিকেশন (Govt Rules) হবে। নতুন নিয়মে স্বয়ং মহকুমাশাসককে সরাসরি আবেদনকারীর বাড়িতে গিয়ে সবকিছু খতিয়ে দেখে তবে ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে, নতুন বছর পড়তেই নতুন আধার কার্ড তৈরির প্রক্রিয়া আরও জটিল হয়ে গিয়েছে (Govt Rules).
আধার কার্ড ব্যবহার করা যাবে না
অন্যান্য নথির মত আধার কার্ড এও জন্মের তারিখ লেখা থাকে। তাই কোন কাজে জন্ম প্রমান লাগে সেখানে আধার কার্ড দিলেই কাজ হয়ে যেত। কিন্তু এখন থেকে আর তা হবে না আধার কার্ড আপডেটের (Govt Rules) সুযোগ নিয়ে অনেক অসাধু ব্যক্তি জন্মের তারিখ নিয়ে কারচুপি করছে। আর এই বিষয় UIDAI এর নজরে আসতেই এই কড়া পদক্ষেপ নিল। এবার থেকে আর জন্মের প্রমাণ হিসেবে আধার ব্যবহার করা যাবে না। আধার কার্ড এর জায়গায় এবার থেকে বার্থ সার্টিফিকেট ব্যবহার করতে হবে। 1লা জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর (Govt Rules) করা হয়েছে।
সিম কার্ড কেনার নিয়মে পরিবর্তন
আগে সিম কিনতে গেলে আধার কার্ড জমা করতে হত আর টাকা দিতে হত। কিন্তু দেশের নিরাপত্তার কথা ভেবে এই নিয়ম পরিবর্তন করা হয়েছে। এবার থেকে বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া কাউকে সিম দেওয়া যাবে না। আইরিস ও থাম্ব ইম্প্রেশন স্ক্যান করে বায়োমেট্রিক ম্যাচ করতে হবে। তারপর সংশ্লিষ্ট কোম্পানি গ্রাহকের পরিচয় পত্র যাচাই করার পর সিম কার্ড দেবে (Govt Rules).
গ্যাস কনেকশান এর লিংক এর সময় বাড়ান হল
আমরা সবাই জানি এখন গ্যাস কানেকশন এর সাথে আধার লিংক করতে হচ্ছে আর এর জন্যে গ্যাস অফিসে ভিড় চরমে (Govt Rules) উঠেছে। 31 শে ডিসেম্বর শেষ তারিখ বলা হয়েছিল কিন্তু প্রচুর মানুষ আখন আধার লিংক করাতে পারে নি তাই এই কাজের সময় সীমা বাড়ান হল। 31শে মার্চ 2024 পর্যন্ত বাড়ান হল সময়সীমা। আপনারা এবার ধীরে সুস্থে কাজটি করতে পারবেন।
বিয়ের রেজিস্ট্রেশন এর নিয়ম পরিবর্তন
এবার থেকে বিয়ের রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক। পাত্র পাত্রী এবং ম্যারেজ রেজিস্ট্রিরে যারা সাক্ষী থাকবেন তাদের আধার কার্ড লাগবে। পাশাপাশি আইরিস, আঙুলের ছাপ স্ক্যান করে বায়োমেট্রিক যাচাই করার পরই ম্যারেজ রেজিস্ট্রেশন হবে (Govt Rules). ফ্রি তে আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) এর সময়সীমা বাড়িয়ে দিল UIDAI. 2024 এর 14ই মার্চ পর্যন্ত বাড়িয়ে দিল তারিখ।
রান্নার গ্যাসে ভর্তুকি বাড়ল। নতুন বছরের শুরুতে সুখবর গরীব ও মধ্যবিত্তের জন্য।
Demat Account বন্ধ হয়ে যেতে পারে
শেয়ার বাজারে লেনদেন করার জন্য ডিমাট Account খুলতে হয়। কিন্তু 1লা জানুয়ারি থেকে যাদের ডিমাট Account এ নমিনি সংক্রান্ত তথ্য আপডেট করা থাকবে না তাদের Account বন্ধ করে দেওয়া হবে। এর ফলে নতুন বছর থেকেই অনেকে শেয়ার বাজারে লেনদেন এর সুযোগ হারাবেন (Govt Rules). আর এই সকল নিয়ম আপনারা অক্ষরে অক্ষরে বানাতে হবে।
Written by Ananya Chakraborty.
নতুন বছরে সুদ বাড়লো। এই 6 টি ব্যাংকে টাকা রাখলে পাবেন 8% পর্যন্ত সর্বোচ্চ সুদ।