চাকরি

Dearness Allowance – পশ্চিমবঙ্গে ডিএ ঘোষণা। কত টাকা বেতন বাড়লো? কারা কারা এই DA পাবেন।

অবশেষে রাজ্য সরকারী কর্মীদের ডিএ বৃদ্ধির (Dearness Allowance) কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পর্যন্ত রাজ্য সরকারি কর্মীরা ডিএ (DA Hike) পাবার জন্য সংগ্রাম চালিয়েছিল। তাদের এবার আশা কিছুটা হলেও পূরণ করলেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত তথ্যের জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

সংক্ষেপে

Dearness Allowance Announcement in West Bengal

সামনে আসছে বড়দিন। আর ২৫ ডিসেম্বর উপলক্ষে কলকাতা শহরের এক সভায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি মহার্ঘভাতা বৃদ্ধি (Dearness Allowance) করার কথাটি ঘোষণা করলেন। বড়দিন এবং নতুন বছর শুরুর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণাটিকে মুখ্যমন্ত্রী উপহার বলে অভিহিত করেছেন। ৪ % হারে এখন মহার্ঘভাতা বৃদ্ধি করা হয়েছে।

Mamata Banerjee Announcement

এই বর্ধিত হারে ডিএ কার্যকর হবে, ১লা জানুয়ারি ২০২৪ সাল থেকে। আগে রাজ্য সরকারি কর্মীরা ৬ % হারে ডিএ পেতো। এখন ৪ শতাংশ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ এর হার হবে ১০ %। অপরদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পায় ৪৬ শতাংশ হারে। রাজ্য সরকারের এই ডিএ বাড়ানোর ফলে কেন্দ্র সরকারি কর্মীদের সাথে রাজ্য সরকারি কর্মীদের ডি এর ফারাক কমে হল ৩৬ শতাংশ।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রে ডিএ (Dearness Allowance) বাধ্যতামূলক কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে ডিএ হল ঐচ্ছিক। ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারের ২,৪০০ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Government Employees Reactions

তবে চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি (Dearness Allowance) পাওয়ার খবরে খুশি নন দীর্ঘ দিন ধরে আন্দোলনরত কর্মচারীরা। তারা মুখ্যমন্ত্রীর এই ডিএ ঘোষণাটিকে ভিক্ষা নামে অভিহিত করেছেন। আন্দোলনকারীরা বলেছে, ‘‘মাননীয়া মুখ‍্যমন্ত্রীকে বলি, এককের ঘরের শূন‍্যটা কোথায় গেল? শূন‍্যটাকে বাম দিকে না বসিয়ে চার এর ডান দিকে বসান। আমরা কিন্তু ভিক্ষা চাইছি না।’’

আরও পড়ুন, PNB ও SBI ব্যাংক গ্রাহকদের জন্য দারুণ খুশির খবর।

সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের অন্যতম নেতা ভাস্কর ঘোষ জানিয়েছেন যে, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ জানুয়ারি থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও আমাদের কর্মসূচি বহাল থাকবে। আমরা ভিক্ষা চাইনি।’’ মুখ্যমন্ত্রীর ডিএ ঘোষণা পর সিপিএমের রাজ্য সরকারি কর্মীদের কো-অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী মা বললেন তা হল, ‘‘৪০ শতাংশ ডিএ বাকি ছিল। ৪ শতাংশ দিতে বাধ্য হলেন আমাদের আন্দোলনের চাপে পড়ে। এখনও ৩৬ শতাংশ বাকি। এই ঘোষণায় আমাদের আর্থিক বঞ্চনা মিটবে না। আমরা পূর্ণ ডিএ-র দাবিতে লড়াই চালিয়ে যাব।’’

আরও পড়ুন, অবশেষে পশ্চিমবঙ্গে DA এর সাথে ডবল উপহার দিলেন মুখ্যমন্ত্রী। সেটা আবার কি? জেনে নিন।

এই প্রসঙ্গে তৃণমূল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক জানিয়েছেন যে, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। সরকারি কর্মচারীদের মুখে উনি হাসি ফোটালেন। এত আর্থিক বঞ্চনার পরেও ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হল।’’
যাই হোক শীতের মরশুমে এই DA ঘোষণায় কার্যত উষ্ণতার পরশ বইয়ে আনবে রাজ্য সরকারী কর্মীদের, একথা আর বলার অপেক্ষা রাখে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *