সোনার দাম

Gold Price Today – সোনার দামে ফের স্বস্তির খবর সকলের জন্য, টানা 4 দিন এই সুযোগ পাবেন।

সোনার দাম বা Gold Price Today নিয়ে উৎসবের মরশুম শেষ হতেই ফের একবারের জন্য খুবই খুশির খবর শুনতে পাওয়া যাচ্ছে। আর কিছু দিন পরেই আমাদের রাজ্যে টানা কয়েকমাসের জন্য টানা বিয়ের মরশুম শুরু হতে চলেছে এবং এই বিয়ের মরশুমে সবচেয়ে বেশি হলমার্ক সোনার গয়না (Hallmark Gold Price Today) বিক্রি হয়ে থাকে। কিন্তু এই সময়ে সব সোনার দাম আকাশছোঁয়া হয়ে যায়, আর এই কারণের জন্য সকলের উচিত এই দাম কম থাকতে থাকতে কিনে নেওয়া।

Gold Price Today In 17Th November 2023.

সোনার জিনিসের ওপর আগাগোড়া থেকে আগ্রহ প্রত্যেকটি মানুষের, সব থেকে বেশি আগ্রহ থাকে মহিলাদের। তবে বর্তমান সময়ে সোনার জিনিস কিনতে গেলে হাতে ছ্যাকা লাগে। দেশীয় বাজারে সোনার দাম (Gold Price Today) বেশ কিছু জিনিসের উপর নির্ভর করে। দেশীয় টাকা, সাথে ডলারের মূল্যের তফাৎ, বিশ্ব মার্কেটে সোনার চাহিদা, এবং দেশীয় বাজারে চাহিদা ইত্যাদি বিষয়ে উপর ভিত্তি করেই নির্ধারিত হয় সোনার দাম।

আবার বিভিন্ন রাজ্যের করের পরিমান আলাদা আলাদা হওয়ায় তার ও প্রভাব পরে সোনা রুপোর দামের উপর। আর এই করোনা হওয়ার পর থেকে সোনার উপর বিনিয়োগ করার পরিমান বেড়েছে অনেক। বর্তমানে সব থেকে বেশি কাঁচা সোনার উপর বিনিয়োগের হার বেড়েছে। কিন্তু সোনার দাম (Gold Price Today) দিন দিন যেমন বাড়ছে তেমনি পাল্লা দিয়ে রুপোর দাম ও বাড়ছে। এর ফলে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠে যাচ্চে। আজকে কেমন থাকবে সোনার ও রুপোর দাম জেনে নিন।

আজ 17 ই নভেম্বর শুক্রবার সোনার দাম (Gold Price Today) 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 61400 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 61250 টাকা। 1 গ্রামের দাম 6125 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 58250 টাকা। 1 গ্রামের দাম 5825 টাকা। আজ রুপোর দাম (Silver Price) প্রতি কেজি রুপোর বাটের দাম 72900 টাকা। প্রতি কেজি খুচরা রূপার দাম 73000 টাকা।

Savings Account (এসবিআই পিএনবি সেভিংস একাউন্ট)

গতকাল 16 ই নভেম্বর বৃহস্পতিবার সোনার দাম (Gold Price Today) 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 61000 টাকা। 1 গ্রামের দাম 6100 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 61300 টাকা। 1 গ্রামের দাম 6130 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 58300 টাকা। 1 গ্রামের দাম 5830 টাকা। গতকাল রুপোর দাম
প্রতি কেজি রুপোর বাটের দাম 72500 টাকা। প্রতি কেজি খুচরা রূপার দাম 72600 টাকা।

Central Govt – দেশবাসীর একাউন্টে টাকা পাঠাল সরকার, কারা ও কেন এই টাকা পেলো?

গতকালের তুলনায় আজ সোনার দাম (Gold Price Today) কিছুটা পরিবর্তিত হয়েছে এবং আপনার সর্বদা একটা কথা অবশ্যই মনে রাখবেন যে এই দাম প্রতিদিন অন্তর পরিবর্তিত হয়। আর এর সঙ্গে 28% GST যোগ করে গয়নার আসল দাম আরও বৃদ্ধি পায়। এই জন্য আপনারা কেনার আগে ঠিক করে দাম জেনে তবেই কিনবেন। আর এখনই নিজেদের সামর্থ্য অনুসারে আপনারা গয়না কিনে নিন।
Written by Ananya Chakraborty.

ICDS Recruitment 2023: বহুদিন পর রাজ্যে আশা কর্মী ও হেল্পার নিয়োগ। নিজের জেলাতেই হবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *