ট্রেন্ডিং

LPG Gas – রান্নার গ্যাসের দামে বড় পরিবর্তন, দাম জেনে বুকিং করুন।

এখন প্রতিটা বাড়িতে LPG Gas Cylinder বা রান্নার গ্যাস সিলিন্ডারের সংযোগ আছে। এই গ্যাস এর দাম দিন দিন যেই পরিমানে বাড়ছে তাতে সাধারণ মানুষদের পক্ষে কেনা মুশকিল হয়ে উঠছে। কিন্তু কেন্দ্র সরকার সেই দিন বিচার করে দাম পুজোর আগে কমিয়েছিল গ্যাস সিলিন্ডারের। তখন থেকেই 600 টাকায় গ্যাস কিনছে সাধারন মানুষ। সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন আগামী দিনেও এই সুবিধা বজায় থাকবে। তবে কারা পাচ্ছে 600 টাকায় গ্যাস?

LPG Gas Price Drop For Ujjwala Connection.

মাত্র 600 টাকায় গ্যাস সিলিন্ডার (LPG Gas) পাচ্ছে উজ্বলা যোজনা (Ujjwala Yojana) আওতায় থাকা গ্রাহকরা। কেন্দ্র সরকার (Central Government) পুজোর আগে 200 টাকা কমিয়েছিল গ্যাস সিলিন্ডারের দাম। এই সুবিধা সবাই পাচ্ছে। এখন 900 টাকায় পাওয়া যাচ্ছে গ্যাস সিলিন্ডার। তবে রাজ্য ভেদে গ্যাস সিলিন্ডারের দাম আলাদা আলাদা। পশ্চিমবঙ্গের সাধারন গ্রাহকরা বর্তমানে 929 টাকায় LPG Gas সিলিন্ডার কিনছেন।

কিছু দিন আগে উজ্বলা যোজনার গ্যাস এর ভর্তুকির (LPG Gas Subsidy) পরিমান আরও বাড়িয়েছে সরকার। 300 টাকা করেছে ভর্তুকির পরিমান। এর ফলে উজ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকরা 600 টাকায় পাচ্ছে গ্যাস সিলিন্ডার। আর পশ্চিমবঙ্গের গ্রাহকরা পাচ্ছে 629 টাকায় গ্যাস সিলিন্ডার। দেশের গরিব ঘরের মহিলাদের স্বাস্থ্যের কথা এবং পরিবেশে কার্বন নির্গমন কমানোর কথা ভেবে 2016 সালে কেন্দ্রীয় সরকার উজ্বলা প্রকল্প চালু করেছে।

এই প্রকল্পের মাধ্যমে ভর্তুকিতে গরিব পরিবারের মহিলাদের LPG Gas প্রদান করা হয়। বর্তমানে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে 31 শে ডিসেম্বর এর আগে উজ্বলা যোজনার গ্রাহকদের বায়োমেট্রিক আপডেট করতে হবে। না হলে গ্যাসের ভর্তুকি ঢোকা বন্ধ হয়ে যাবে। সংসদের কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে দেশে LPG Gas সিলিন্ডার ব্যবহারকারীর সংখ্যা 33 কোটি। কিন্তু ৩০০ টাকা কমে এই গ্যাস কেনার সুবিধা সকল দেশবাসী পাবে না, শুধুমাত্র উজ্জ্বলা যোজনা গ্রাহকদের জন্য এই সুবিধা।

তার মধ্যে 10 কোটি উজ্জ্বলা যোজনার গ্রাহক অর্থাৎ দেশের LPG Gas ব্যবহারকারীদের প্রায় এক তৃতীয়াংশই কেন্দ্রীয় সরকারের থেকে অতিরিক্ত ভর্তুকিতে 600 টাকার আশেপাশের দামে গ্যাস সিলিন্ডার কিনছেন। মন্ত্রী হরদীপ সিং পুরি আরও জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে আরও 75 লক্ষ মানুষকে উজ্জ্বলা যোজনার গ্যাস সংযোগ দেওয়া হবে।

উজ্বলা যোজনায় আবেদন করবেন কিভাবে

PNB (পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক)

1) উজ্বলা যোজনায় নাম নথিভুক্ত করার জন্যে www.pmuy.gov.in এই ওয়েবসাইটে ঢুকুন।
2) সেখানে Apply for PMUY Connection অপশনে ক্লিক করুন।
3) এবার যে সংস্থার থেকে পরিষেবা নিতে চান তার নাম প্রথমে নির্বাচন করুন। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করুন।

জানুয়ারির শুরুতেই আবার ছুটির খবর, কতদিন ছুটি পাবেন?

আপনি যদি যোগ্য হন, তবে কিছুদিনের মধ্যেই উজ্জ্বলা যোজনায় আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে। তবে একটি কথা মাথায় রাখবেন গ্রাহকদের 900 টাকায় গ্যাস কিনতে হবে। পরে কেন্দ্র সরকার 300 টাকা ভর্তুকি হিসেবে Bank Account এ পাঠিয়ে দেয়। আর লোকসভা ভোটের আগে এই ধরণের আরও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছেন অনেকে।
Written by Ananya Chakraborty.

রান্নার গ্যাসের ভর্তুকি কোন মাসে কত টাকা পাচ্ছেন? আদৌ পাচ্ছেন তো? এক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *