Gold Rate Today – সোনার নতুন দাম পশ্চিমবঙ্গে। দাম শুনে খুশি গরিব থেকে মধ্যবিত্ত সবাই।
বিয়ের মাস চলছে, আর এই বিয়ের মাস শুরু হতেই সোনার দাম (Gold Rate Today) একধাক্কায় আকাশ ছোঁয়া হয়ে যায়। আর এই বারেও প্রথমের দিকে এই সোনার দাম এককথায় অনেক বেশি ছিল। এই বাঙালিদের বিয়ে মানেই মুল জিনিস সোনার গহনা। এই সময় সোনার দাম অনেকটাই বেড়ে যায়। তবে গত কয়েক দিনে সোনার দাম (Gold Rate Today) অনেকটাই কমতে শুরু করেছে। তার আগে 9 তারিখে কিছুটা বেড়েছিল। কিন্তু আবার কমে গিয়েছে।
Gold Rate Today In Festive Season.
আজ 13ই ডিসেম্বর 2023 সকালে ভারতীয় বাজারে সোনা ও রূপার দাম কমেছে। ফলে নতুন বছরের আগে যদি সোনা কিনতে (Gold Rate Today) চান অথবা বিয়ের জন্য কিনতে চান তাহলে এখনই কেনার সুবর্ণ সুযোগ। জেনে নিন আজকের সোনার দাম। আজ 13ই ডিসেম্বর 2023 বুধবার সোনার দাম (Gold Rate Today) 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 61910 টাকা ও 1 গ্রামের দাম 6191 টাকা।
10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম (Gold Rate Today) 62050 টাকা ও 1 গ্রামের দাম 6205 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 59000 টাকা ও 1 গ্রামের দাম 5900 টাকা। আজকের 13ই ডিসেম্বর 2023 বুধবার রূপার দাম 1 কেজি রূপার বাটের দাম 71600 টাকা। 1 কেজি খুচরা রূপার দাম 75700 টাকা। গতকাল 14ই ডিসেম্বর 2023 মঙ্গলবার সোনার দাম (Gold Rate Today) 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 62000 টাকা ও 1 গ্রামের দাম 6200 টাকা।
10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 62300 টাকা ও 1 গ্রামের দাম 6230 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 59200 টাকা ও 1 গ্রামের দাম 5920 টাকা। আজকের 13ই ডিসেম্বর 2023 বুধবার রূপার দাম 1 কেজি রূপার বাটের দাম 72000 টাকা। 1 কেজি খুচরা রূপার দাম 72100 টাকা। গতকালের তুলনায় আজ অনেকটা দাম কমেছে সোনা ও রুপোর সোনার দাম কমেছে 250 টাকা কিন্তু হলমার্ক সোনার দাম কমেছে 200 টাকা।
পশ্চিমবঙ্গের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া গেল।
আর রুপোর দাম কমেছে 400 টাকা। মঙ্গলবারে সোনার দাম কমেছিল 300 টাকা কিন্তু হলমার্ক সোনার দাম (Gold Rate Today) কমেছিল 350 টাকা। অতএব বোঝাই যাচ্ছে এই কয়েকদিনে ভালই সোনার দামে পতন ঘটেছে। তবে নতুন বছরের শুরুতেও যদি এমনই থাকে সোনার দাম তাহলে খুশি হবে সাধারন মানুষ। তবে তখন কেমন থাকবে সোনা রুপোর দাম তা সময় আসলেই বোঝা যাবে।
Written by Ananya Chakraborty.
প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী পাবে ফ্রিতে টেস্ট পেপার। কবে থেকে