ব্যাবসা

SBI Franchise – প্রতিমাসে 50 হাজার টাকা আয়ের সুবর্ণ সুযোগ দিচ্ছে স্টেট ব্যাংক। কোন ঝুঁকি ছাড়াই দ্বিগুণ মুনাফা।

Adv

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্যে নানা রকমের সুবিধা প্রদান করে থাকে (SBI Franchise). বিভিন্ন রকম অনলাইন পরিষেবার (SBI Online Service) মাধ্যমে অর্থ উপার্জনের ও সুযোগ করে দেয়। আজ আপনাদের সাথে এই বিষয় নিয়েই জানাব। সেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের অনেক ধরণের অনলাইন পরিষেবা প্রদান করে যার মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারবে।

SBI Franchise Business Huge Earning Opportunities.

আপনি কমপক্ষে 50 হাজার থেকে 60 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন SBI Franchise এর মাধ্যমে। আজ আপনাদের সাথে এই প্রতিবেদনে SBI Online Earning এর মাধ্যমে অনলাইনে অর্থ উপার্জনের কিছু সহজ উপায় সম্পর্কে জানাব। আর এই কাজ গুলি করে আপনারা বাড়িতে বসে খুবই কম পরিশ্রমে ভালো টাকা রোজগার করতে পারবেন।

SBI Franchise YONO And Pay

SBI YONO হচ্ছে একটি মোবাইল অ্যাপ যা গ্রাহকদের বিভিন্ন ব্যাঙ্কিং লেনদেন, বিনিয়োগ, বীমা, ঋণ এবং ক্রেডিট কার্ড পরিচালনা করতে ব্যবহার করা হয়। এর মাধ্যমে আপনি বিভিন্ন স্কীমে অর্থ বিনিয়োগ করে ভালো রিটার্ন পেতে পারবেন। এটি হল একটি ডিজিটাল ওয়ালেট যা গ্রাহকদের অনলাইন এবং অফলাইন লেনদেনের জন্যে ব্যবহার করতে পারেন।

এই SBI PAY এর মাধ্যমে বিভিন্ন মার্চেন্ট ওয়েবসাইটে কেনাকাটা করতে পারেন। মোবাইল রিচার্জ করতে পারেন বিল পে করতে পারেন এছারা আরো অনেক কিছু করতে পারেন। SBI PAY বিভিন্ন লেনদেনে ক্যাশব্যাক এবং অফার দেয়। যা আপনাকে টাকা সাশ্রয় করতে সাহায্য করে (SBI Franchise Earning Opportunities). আর ভালো রোজগার করতেও সাহায্য করবে (SBI Franchise).

Personal Loan (পার্সোনাল লোন)

SBI Mutual Fund And ETF

স্টেট ব্যাংক বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড (SBI Mutual Funds) অফার করে যা আপনাকে কম সময়ে ভালো রিটার্ন দেবে। SBI মানি মার্কেট ফান্ড হল একটি জনপ্রিয় স্কিম যা অল্প সময়ের মধ্যে ভালো মুনাফা অর্জনের জন্য আদর্শ। ETF এর পুরো কথা হল Exchange Traded Funds. এইটি বাজারের নির্দিষ্ট সূচকে ট্র্যাক করে। SBI নিফটি ETF এবং SBI S&P 500 ETF দুটি জনপ্রিয় ETF যা আপনাকে স্টক মার্কেটে (SBI Stock Market) বিনিয়োগ না করেই ভালো Return পেতে সাহায্য করে।

লক্ষ্মীর ভান্ডারে মিলবে 3000 টাকা করে। লোকসভা ভোটের আগেই বিরাট প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু।

তবে একটি কথা সব সময় মাথায় রাখবেন, বিনিয়োগ করার আগে সব দিক বিচার বিবেচনা করে তারপরে বিনিয়োগ করবেন। যেই খানে বিনিয়োগ করতে চাচ্ছেন সেই SBI Franchise সম্পর্কে ভালো করে জেনে বুঝে তারপরে বিনিয়োগ করবেন। আর আপনারা এই সম্পর্কে জানার জন্য ভালো করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন (SBI Franchise).
Written by Ananya Chakraborty.

এই কার্ড থাকলে সর্বোচ্চ 15 লক্ষ টাকা দেবে সরকার। ভোটের মুখে রাজ্য সরকারের নতুন প্রকল্প।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

string(108) ""